Railway job news : পূর্ব রেলে ৩,১১৫ অ্যাপ্রেন্টিস

 RAILWAY JOB NEWS: পূর্ব রেলে ৩,১১৫ অ্যাপ্রেন্টিস : 





 - পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন , হাওড়া ডিভিশন , মালদা ডিভিশন , আসানসোল ডিভিশন আর কলাপাড়া ওয়ার্কশপ লিলুয়া ওয়ার্কশপ ও জামালপুর ওয়ার্কশপ ‘ অ্যাপ্রেন্টিস ' হিসাবে ৩১১৫ জন লোক নিচ্ছে ।


 নেওয়া হবে এইসব স্টেট:

 ফিটার , ওয়েল্ডার , ইলেকট্রিশিয়ান , মেশিনিস্ট ওয়ারম্যান , লাইনম্যান , কার্পেন্টার , পেইন্টার , ডিজেল মেকানিক , রেফ্রিজারেশন অ্যান্ড এ.সি. মেকানিক , মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স , ব্ল্যাকস্মিথ । 


কারা কোন ট্রেডের জন্য যোগা ?


- কোনো স্বীকৃত পর্যদ বা , বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০ % নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি. / এস.সি.ভি.টি.'র অনুমোদিত ওয়ার্কশপআইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন।


তবে ওয়েল্ডার ( গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক ) , শীট মেটাল ওয়ার্কার , লাইনম্যান , ওয়্যারম্যান , কার্পেন্টার ও পেইন্টার ( জেনারেল ) ট্রেডের বেলায় ক্লাস এইট পাশের পর আই.টি. আই . থেকে ওইসব ট্রেড পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য ।


 ওপরের ওইসব ট্রেডে আই.টি.আই. কোর্স পাশ না হলে আবেদন করবেন না । বয়স হতে হবে ২৯-১০-২০২২ এর হিসাবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে । তপশিলীরা ৫ বছর , ও.বি.সি.'রা ৩ বছর , প্রতিবন্ধীরা ১০ বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন । সব ট্রেডই ১ বছরের


 Railway Job News : কোন ডিভিশনে ক'টি শূন্যপদ:

 🔥 হাওড়া ডিভিশনে ৬৫৯ টি । 

- এর মধ্যে ফিটার ২৮১ টি (জেনাঃ ১১৪ , তঃজাঃ ৪২ , তঃউঃজাঃ ২১ , ও.বি.সি. ৭৬ , ই.ডব্লু.এস . ২৮) । এর মধ্যে প্রতিবন্ধী ১২ , প্রাঃসংকঃ ৯। ওয়েল্ডার ৬১ টি ( জেনাঃ ২৫ , তঃজাঃ ৯ , তঃউঃজাঃ ৫ , ও.বি.সি. ১৬ , ই.ডব্লু.এস . ৬ ) । মেকানিক মোটর ভেহিক্যাল ৯ টি ( জেনাঃ ৪ , ই.ডব্লু.এস . ১ , তঃজাঃ ১ , তঃউঃজাঃ ১ , ও.বি.সি. ২ ) । মেকানিক ডিজেল ১৭ টি ( জেনাঃ ৬ , ডঃজাঃ ৩ , তঃউঃজাঃ ১ , ও.বি.সি. ৫ , ই.ডব্লু.এস . ২ ) । মেশিনিস্ট ৯ টি ( জেনাঃ ৪ , ই.ডব্লু.এস . ১ তাজাঃ ১ , তঃউঃজাঃ ১ , ও.বি.সি. ২ ) । কার্পেন্টার ৯ টি ( জেনাঃ ২ , ই.ডব্লু.এস . ১ , তঃজাঃ ২ , তঃউঃজাঃ ১. ও.বি.সি. ৩ ) । পেইন্টার ৯ টি ( জেনাঃ ৫. ই.ডবু.এস. ১. তঃজাঃ ১ , ও.বি.সি. ২ ) । লাইনম্যান ( জেনারেল ) ৯ টি ( জেনাঃ ৫. ই.ড. এস . ১ , তঃজাঃ ১. ও.বি.সি. ২১। ওয়্যারমান ৯ টি ( জেনাঃ ৩ , ই.ডর.এস. ১ . ১. উঃজাঃ ১. ও.বি.সি. ৩ ) । অফিডারেশন আস্তি এসি মেকানিক ১৭ টি ( জেনাঃ ৮ , ই.ডব্লু.এস . ১ , তঃজাঃ ২ , তঃউঃজাঃ ১ , ও.বি.সি. ৫ ) । ইলেক্ট্রিশিয়ান ২২০ টি ( জেনাঃ ৮৯ , ই.ডব্লু.এস . ২২ , তঃজাঃ ৩৪ , তঃউঃজাঃ ১৬ , ও.বি.সি. ৫৯ ) । এর মধ্যে প্রতিবন্ধী ১০ , প্রাঃসঃকঃ ৭। মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স ৯ টি ( জেনাঃ ২. ই.ডবু.এস. ১ , তঃজাঃ ২ , তঃউঃজাঃ ১ , ও.বি.সি. ৩ ) ।


🔥 শিয়ালদহ ডিভিশনে ৪৪০ টি । এর মধ্যে ইলেক্ট্রিক্যাল / ই.এম.ইউ. বিভাগে ইলেক্ট্রিশিয়ান / ফিটার ৪৭ টি ( জেনাঃ ১৮ , তঃজাঃ ৭ , তঃউঃজাঃ ৪ , ও.বি.সি. ১৩ , ই.ডব্লু.এস . ৫ ) । এর মধ্যে প্রতিবন্ধী ২ , প্রাঃসঃকঃ ১। ইলেক্ট্রিশিয়ান ( জি ) বিভাগে ইলেক্ট্রিশিয়ান / ফিটার ৬০ টি ( জেনাঃ ২৪ , ই.ডব্লু.এস . ৬ , তঃজাঃ ৯ , তঃউঃজাঃ ৫ , ও.বি.সি. ১৬ ) । ওয়েল্ডার ২০ টি ( জেনাঃ ৮ , ই.ডব্লু.এস . ২ , তঃজাঃ ৩ , তঃউঃজাঃ ২ , ও.বি.সি. ৫ ) । ওয়্যারম্যান ৩০ টি ( জেনাঃ ১৩ , ই.ডব্লু.এস . ৩ , তঃজাঃ ৪ , তঃউঃজাঃ ২ , ও.বি.সি. ৮ ) । মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এ.সি. ২০ টি ( জেনাঃ ৮ , ই.ডব্লু.এস . ২ , তঃজাঃ ৩ , তঃউঃজাঃ ২ , ও.বি.সি. ৫ ) । ইলেক্ট্রিশিয়ান ৬০ টি ( জেনাঃ ২৫. ই.ডব্লু.এস . ৬ , তঃজাঃ ৯ , তঃউঃজাঃ ৪ , ও.বি.সি. ১৬ ) । ইলেক্ট্রিক মেকানিক ১০ টি ( জেনাঃ ৩ , ই.ডব্লু.এস . ১ , তঃজাঃ ২ , তঃউঃজাঃ ১ , ও.বি.সি. ৩ ) ।

 মেকানিক্যাল / সি অ্যান্ড ডব্লু বিভাগে ওয়েল্ডার ২২ টি ( জেনাঃ ১০ , ই.ডব্লু.এস . ২ , তঃজাঃ ৩ , তঃউঃজাঃ ১ , ও.বি.সি. ৬ ) । মেকানিক্যাল ফিটার ১১৪ টি ( জেনাঃ ৪৬ , ই.ডব্লু.এস . ১১ , তঃজাঃ ১৭ , তঃউঃজাঃ ৯ , ও.বি.সি. ৩১ ) । মেকানিক্যাল / ডি অ্যান্ড ডি.এম. বিভাগে ইলেক্ট্রিশিয়ান ৪ ( জেনাঃ ২ , তঃজাঃ ১. ও.বি.সি. ১১। ডিজেল / ফিটার ৪ টি ( জেনাঃ ২ , তঃজাঃ ১. ও.বি.সি. ১ ) ।


- ওয়েল্ডার ১৪ টি ( জেনাঃ ৬ , সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ই.ডব্লু.এস . ১ , তাজাঃ ২ , তাউঃজাঃ ১ , ও.বি.সি. ৪ ) । ম্যাসন ৭ টি ( জেনাঃ ২ , ই.ডব্লু.এস . ১. তাজাঃ ১ , তাউঃজাঃ ১. ও.বি.সি. ২ ) । পেইন্টার ৪ টি ( জেনাঃ ২ , তাজাঃ ১ , তাউঃজাঃ ১ ) । ফিটার ৫ টি ( জেনাঃ ২ , ই.ডব্লু.এস . ১ , তঃজাঃ ১ , ও.বি.সি. ১ ) । ব্ল্যাকস্মিথ ১৯ টি ( জেনাঃ ৮. ই.ডব্লু.এস . ২ , তঃজাঃ ৩ , তঃউঃজাঃ ১ , ও.বি.সি. ৫ ) ।


 🔥 আসানসোল ডিভিশনে ৪১২ টি:

 - এর মধ্যে ফিটার ১৫১ টি ( জেনাঃ ৬১ , তঃজাঃ ২৩ , তাউঃজাঃ ১১ , ও.বি.সি. ৪১ , ই.ডব্লু.এস . ১৫ ) । টার্নার ১৪ টি ( জেনাঃ ৬ , তাজাঃ ২ , তঃউঃজাঃ ১. ও.বি.সি. ৪ , ই.ডব্লু.এস . ১ ) । ওয়েল্ডার ( জি অ্যান্ড ই ) ১৬ টি ( জেনাঃ ৩৯ , তাজাঃ ১৪ , তঃউঃজাঃ ৭. ও.বি.সি. ২৬ , ই.ডব্লু.এস . ১০ ) । ইলেক্ট্রিশিয়ান ১১০ টি ( জেনাঃ ৪৪ , তঃজাঃ ১৭ , তঃউঃজাঃ ৮ , ও.বি.সি. ৩০ , ই.ডব্লু.এস . ১১ ) । মেকানিক ( ডিজেল ) ৪১ টি ( জেনাঃ ১৭ , তঃজাঃ ৬ , ডঃউঃজাঃ ৩. ও.বি.সি. ১১.ই.ডব্লু.এস . ৪ ) ।


 🔥 মালদা ডিভিশনে ১৩৮ টি:

- এর মধ্যে ইলেক্ট্রিশিয়ান ৪০ টি ( জেনাঃ ১৬ , তঃজাঃ ৬ , তঃউঃজাঃ ৩ , ও.বি.সি. ১১. ই.ডব্লু . এস . 8 ) । রেফ্রিজারেশন অ্যান্ড এ.সি. মেকানিক ৬ টি ( জেনাঃ ২ , তাজাঃ ১ , ও.বি.সি. ২. ই.ডব্লু.এস . ১ ) । ফিটার ৪৭ টি ( জেনাঃ ১৮ , তাজার ৭ , তঃউঃজাঃ ৪ , ও.বি.সি. ১৩ , ই.ডব্লু . এস . ৫ ) । ওয়েল্ডার ৩ টি ( জেনাঃ ২ , ও.বি.সি. ১ ) । পেইন্টার ২ টি ( জেনাঃ ) । কার্পেন্টার ২ টি ( জেনাঃ ) । মেকানিক্যাল ডিজেল ৩৮ টি ( জেনাঃ ১৫ , y ই.ডব্লু.এস . ৪ , তঃজাঃ ৬ , তঃউঃজাঃ ৩. ও.বি.সি. ১০ ) ।


 🔥 কাঁচরাপাড়া ওয়ার্কশপে ১৮৭ টি :

-এর মধ্যে ফিটার ৬০ টি ( জেনাঃ ২৪ , তঃজাঃ ৯ , তঃউঃজাঃ ৫ , ও.বি.সি. ১৬ , ই.ডব্লু.এস . ৬ ) । ওয়েল্ডার ৩৫ টি ( জেনাঃ ১৪ , তঃজাঃ ৫ , তঃউঃজাঃ ৩ , ও.বি.সি. ৯ , ই.ডব্লু.এস . ৪ ) । ইলেক্ট্রিশিয়ান ৬৬ টি ( জেনাঃ ২৬ , তঃজাঃ ১১ , তাউঃজাঃ ৫ , ও.বি.সি. ১৮ , ই.ডব্লু.এস . ৬ ) । মেশিনিস্ট ৬ টি ( জেনাঃ ২. ই.ডব্লু.এস . ১ , তঃজাঃ ১ , ও.বি.সি. ২ ) । ওয়্যারম্যান ৩ টি ( জেনাঃ ২ , ও.বি.সি. ১ ) । কার্পেন্টার ৮ টি ( জেনাঃ ৪ , তাজাঃ ১ , ও.বি.সি. ২. ই.ডব্লু.এস . ১ ) । পেইন্টার ৯ টি ( জেনাঃ ৪ , তঃজাঃ ১ , তঃউঃজাঃ ১ , ও.বি.সি. ২. ই.ডব্লু.এস . ১ ) । 


🔥 লিলুয়া ওয়ার্কশপে ৬১২ টি :

- এর মধ্যে ফিটার ২৪০ টি ( জেনাঃ ৯৭ , তঃজাঃ ৩৬ , তঃউঃজাঃ ১৮ , ও.বি.সি. ৬৫ , ই.ডব্লু.এস . ২৪ ) । মেশিনিস্ট ৩৩ টি ( জেনাঃ ১৩ , তাজাঃ ৫ , তঃউঃজাঃ ৩ , ও.বি.সি. ৯ , ই.ডব্লু.এস . ৩ ) । টার্নার ১৮ টি ( জেনাঃ ৬ , তঃজাঃ ২ , তঃউঃজাঃ ১ , ও.বি.সি. ৪ , ই.ডব্লু.এস . ২ ) । ওয়েন্জর ( জি অ্যান্ড ই ) ২০৪ টি ( জেনাঃ ৮৩ , তঃজাঃ ৩১ , তঃউঃজাঃ ১৫ , ও.বি.সি. ৫৫. ই.ডব্লু.এস . ২০ ) । পেইন্টার ( জেনারেল ) ১৫ টি ( জেনাঃ ৬ , তঃজাঃ ২ , তঃউঃজাঃ ১ , ও.বি.সি. ৪. ই.ডব্লু.এস . ২ ) । ইলেক্ট্রিশিয়ান ৪৫ টি ( জেনাঃ ১৮ , তঃজাঃ ৭ , তঃউঃজাঃ ৩ , ও.বি.সি. ১২ , ই.ডব্লু.এস . ৫ ) । ওয়্যারম্যান ৪৫ টি ( জেনাঃ ১৮ , তঃজাঃ ৭ , তঃউঃজাঃ ৩ , ও.বি.সি. ১২ , ই.ডব্লু . এস . ৫ ) । রেফ্রিজারেশন অ্যান্ড এ.সি. ১৫ টি ( জেনাঃ ৮ , তঃজাঃ ২ , তঃউঃজাঃ ১. ও.বি.সি. ৪ ) ।


 🔥 জামালপুর ওয়ার্কশপে ৬৬৭ টি :

- এর মধ্যে ফিটার ২৫১ টি ( জেনাঃ ১০১ , তঃজাঃ ৩৮ , তঃউঃজাঃ ১৯ , ও.বি.সি. ৬৮. ই.ডব্লু.এস . ২৫ ) । ওয়েন্ডার ( জি অ্যান্ড ই ) ২১৮ টি ( জেনাঃ ৮৮ , তঃজাঃ ৩৩ , তঃউঃজাঃ ১৬ , ও.বি.সি. ৫৯. ই.ডবু.এস. ২২ ) । মেশিনিস্ট ৪৭ টি ( জেনাঃ ১৮ , তাজাঃ ৭. ডাউঃজাঃ ৪. ও.বি.সি. ১৩. ই.ডব্লু.এস . ৫ ) । টার্নার ৪৭ টি ( জেনাঃ ১৮ , তাজাঃ ৭. তাউঃজাঃ ৪. ও.বি.সি. ( ১৩. ই.ড. এস . ৫ ) । ইলেক্টিশিয়ান ৪২ টি ( জেনাঃ ১৮ , তজোঃ ৬ . ত:উঃজাঃ ৩ , ও.বি.সি. ১১ , ই.ডব্লু.এস . ৪ ) । ডিজেল মেকানিক ৬২ টি ট ( জেনাঃ ২৫ , তঃজাঃ ৯ , তাউঃজাঃ ৫ , ও.বি.সি. ১৭ , ই.ডব্লু . এস . ৬ )।


 এই পদের বিজ্ঞপ্তি নং : RRC - ER / Act Apprentices / 2022-23 . ১৯৬১ সালের অ্যাপ্রেন্টিস আইন ও ১৯৯২ সালের অ্যাপ্রেন্টিস নিয়মানুযায়ী ট্রেনিং । তখন স্টাইপেন্ড পাবেন । হস্টেল নেই । ট্রেনিং । শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই ।  মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে ও আই.টি.আই. কোর্স পাশের । সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের মেধা তালিকা তৈরি করে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে । কোনো লিখিত পরীক্ষা বা , ইন্টারভিউ হবে না । উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না । মোট শূন্যপদের ১.২৫ গুণ প্রার্থীকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে ।


 দরখাস্ত করবেন অনলাইনে , ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত । এই ওয়েবসাইটে www.rrcer.comwww.er.indianrailways.gov.in এজন্য বৈধ একটি ই - মেল আই.ডি. থাকতে হবে ।

Railway Job News : কি কি ডকুমেন্টস লাগবে ?

 - এজন্য নিচের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবেন :

( ক ) পাশপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার , 

( খ ) বুড়ো আঙুলের ছাপ ( এল.টি.আই. ) , 

( গ ) ক্লাস এইট বা , মাধ্যমিক পাশের মার্কশীট , 

( ঘ ) বয়সের প্রমাণপত্র , 

( ঙ ) আই.টি.আই. পাশের সার্টিফিকেট , 

( চ ) কাস্ট সার্টিফিকেট , 

( ছ ) প্রতিবন্ধী সার্টিফিকেট ।


 - ওপরের সব প্রমাণপত্র জে.পি.ই.জি. (jpg) ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন । প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে । তারপর পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা ডৈবিট কার্ড , ক্রেডিট কার্ড বা , নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন । তপশিলী , প্রতিবন্ধী ও মহিলাদের ফী লাগবে না । এরপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে । তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন । যে ফটো স্ক্যান করবেন সেই ফটোর ১০ কপি নিজের কাছে রেখে দেবেন । আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে । 



একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম