SSC CGL 2022 : পুজোর আগে বিরাট নিয়োগের খবর ! কেন্দ্রীয় দপ্তরে ২০ হাজারের বেশি শূন্যপদ , আবেদন শুরু এখনই।
পুজো এসেই পড়েছে তার আগেই কুড়ি হাজারের বেশি নিয়োগের ঘোষণা করল স্টাফ সিলেকশন কমিশন । কমবাইন্ড গ্র্যাজুয়েট লেভেল ( CGL ) ২০২২ পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি । সমগ্র দেশজুড়ে সব রাজ্য থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন । শূন্যপদ রয়েছে ২০,০০০ এ বেশি ( শূন্যপদ বাড়তেও পারে ) ।
এর মধ্যে এত সংখ্যক শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি এসএসসি । বিজ্ঞপ্তিতে খুশি চাকরিপ্রার্থীদের কিছু অংশ।
SSC CGL Recruitment 2022 (এসএসসি সিজিএল নিয়োগ)
এসএসসির এই নিয়োগের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তরে কর্মী নিয়োগ করা হয়ে থাকে । একাধিক দপ্তরে গ্রুপ - বি ও গ্রুপ - সি উভয় পদে কর্মী নিয়োগ করা হবে । আবেদন প্রক্রিয়া আগেই শুরু হয়ে গিয়েছে । আবেদন করতে পারবেন ৮ অক্টোবর ২০২২ পর্যন্ত । অনলাইনে সম্পূর্ণ আবেদন প্রসেসটি করা হবে।
এসএসসি কোন কোন দপ্তরে নিয়োগ হবে ?
১। সেন্ট্রাল সেক্রেটারিয়াট সার্ভিস পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার.
২। এনআইএ ( NIA ) পদ রয়েছে সাব ইন্সপেক্টর
৩। ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ( ED ) - পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার -
৪। মিনি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পদ রয়েছে জুনিয়র স্ট্যাটিসটিকাল অফিসার
৫। ইন্টেলিজেন্স ব্যুরো পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার
৬। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন পদ রয়েছে সাব ইন্সপেক্টর
৭। সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স পদ রয়েছে সাব ইন্সপেক্টর
৮। ডিপার্টমেন্ট অফ পোস্ট পদ রয়েছে ইন্সপেক্টর
৯। মিনি অফ রেলওয়ে পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার
১০। অন্যান্য ডিপার্টমেন্ট পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট
আবেদন করার জন্য কত বয়স এবং শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন?
- বয়স থাকতে হবে ২০-৩০ বছর ( পদ অনুযায়ী পরিবর্তন হতে পারে) । তবে SC / ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন । শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা । শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার , অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এবং জুনিয়র স্ট্যাটিস্টিকাল অফিসার ছাড়া ।
এই ৩ পদের জন্য স্নাতক পাশ ছাড়াও চ্যার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা চাওয়া হয়েছে ।
কোথায় এবং কীভাবে আবেদন করবেন ?
আবেদন করার জন্য ssc.nic.in স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করতে হবে । দুই ধাপে কম্পিউটার ভিত্তিক টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে । এই পদে আবেদন করার জন্য আপনাকে আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে বলা হয়েছে। ( জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য ) । বাকি সকল শ্রেণীভুক্ত প্রার্থী এবং মহিলাদের জন্য কোনও আবেদন ফি জমা দিতে হবে না ।